লক্ষ্মীপুরে ১০ লিটার বাংলামদসহ ইউপি সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক ইউপি সদস্যকে ১০ লিটার বাংলামদসহ গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ জুন) রাতে উপজেলার মধ্য কেরোয়া এলাকার খেজুর তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই ইউপি সদস্যের নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন উপজেলার বামনী ইউনিয়ন পরিষদের সাগরদী গ্রামের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য।

এ সময় তার সহযোগী হত্যাসহ একাধিক মামলার আসামি এমরান হোসেন বাবুকেও গ্রেফতার করা হয়। আনোয়ার একই এলাকার মৃত আসান উল্যার ছেলে এবং বাবু দক্ষিণ কেরোয়া ইউনিয়নের ইউনিয়নের ফজল করিমের ছেলে।

পুলিশ জানান, ইউপি সদস্য আনোয়ার দীর্ঘদিন থেকে বাংলামদ সেবনসহ ব্যবসা চালাচ্ছিলেন। রাতে তাঁর সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে মদ বিক্রির উদ্দেশে দালাল বাবার এলাকায় যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি আটক করে তাকে এবং তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

এ সময় ১০ লিটারমদসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ