লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিলেন তার বাবা।
রোববার (২৪ জুন) রায়পুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সরকারি কলেজের পেছনে মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
শুভ যেদিন মাদক সেবন করতে পারেনা সেদিন তার পরিবারের সদস্যদের উপর নির্যাতন করে। সে ছয় বছর ধরে এ কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় রবিবার শুভ মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বাবা ও দাদিকে মারধর করে। নিরুপায় হয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
উপজেলার লেংড়া বাজার এলাকার চা দোকানদার বিল্লাল হোসেন বলেন, আমার তিন ছেলে। বড় ছেলে শুভ ৬ বছর ধরে মাদকাসক্ত। রবিবার বিকেলে মাদক সেবনের টাকা না পেয়ে সে আমাকে, তার মা আমেনা বেগম কাজল ও দাদি জাহানারা বেগমকে পিটিয়ে আহত করে। নিরুপায় হয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং পুলিশের হাতে তুলে দেই।
রায়পুর থানা পরিদর্শক মো. কামাল হোসেন জানান, বিল্লাল হোসেনের অভিযোগের ভিত্তিতে তার মাদকাসক্ত ছেলে শুভকে আটক করে থানায় আনা হয়েছে।
আজকের বাজার/একেএ