লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুন) ভোরে উপজেলার দরবেশপুর ইউনিয়নের মধ্যদরবেশপুর গ্রামের পালের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
মৃতের নাম কুসুম আক্তার (১৭)। কুসুম বালুয়া চৌমুহনী ফয়েজ আম আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মাদ্রাসাছাত্রী কুসুম বুকে ব্যাথা অনুভব করে। পরে তার পরিবারের লোকজন তাকে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে দ্রুত নোয়াখালীর মাইজদী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মাইজদী নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
কুসুমের মা সামছুন নাহার জানান, আমার মেয়ে কুসুম হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। ওখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নোয়াখালীর হাসপাতালে প্রেরণ করে। পরে নোয়াখালী নেওয়ার পথে মেয়ের মৃত্যু হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পটাশ খেয়ে ছাত্রীর মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আজকের বাজার/একেএ