জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মায়ের ভাষায় মাকে লিখি’ চিঠি লেখা প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল।
পরে বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা চিঠি লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারা বাংলা ভাষায় নিজের মতো করে মায়ের কাছে চিঠি লিখে।
এর আগে, মেঘ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক কার্তিক রঞ্জন সেনগুপ্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নুর নবী, ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর লক্ষ্মীপুর আঞ্চলিক ব্যবস্থাপক আবদুল মান্নান আকন্দ, ভাষার প্রদীপের প্রধান সমন্বয়ক ফাহাদ বিন বেলায়েত প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, ‘বিশ্বের একমাত্র ভাষা বাংলা, যার মর্যাদা রক্ষায় জীবন বিসর্জন দিতে হয়েছে। এটা আমাদের গৌরবের বিষয়। এজন্য বিদেশী ভাষা পরিহার করে বাংলা ভাষার শুদ্ধ চর্চা বৃদ্ধি করতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘লেখা পড়ার বিকল্প নেই। শুধুমাত্র বিদ্যালয়ের উপর নির্ভর করে নয় বরং স্বেচ্ছায় আগ্রহ সহকারে পড়ালেখা করতে হবে। মা-বাবা, শিক্ষক ও গুরুজনদের ভালো আদেশ-নিষেধ মেনে নিয়মানুবর্তিতা বজায় রেখে জীবন গড়তে হবে।’
শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা চর্চা বৃদ্ধি করতে মেঘ ফাউন্ডেশনের উদ্যোগে ভাষার প্রদীপ নামে একটি সামাজিক সংগঠন পঞ্চম বারের মতো এ কর্মসূচির আয়োজন করে। ফেব্রুয়ারি মাস জুড়ে লক্ষ্মীপুরসহ ঢাকা, কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ