লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের নাম হাফিজ উল্লাহ। হাফিজ উল্লাহ একই এলাকার মৃত আলী আহমদের ছেলে।
পুলিশ জানায়, সাহাপুর গ্রামের টেকের বাড়ির বাসিন্দা আলী আহমদের মৃত্যুর পর তার সম্পত্তি ৪ ছেলের মাঝে বন্টন করা হয়নি। এতে করে যার যার মতো করে জমি ভোগ করতো তারা। রবিবার দুপুরে আলী আহমদের স্ত্রী বিলকিচ নেছা ও হাফিজ উল্লা তার ভাতিজা সুমনকে গাছ থেকে নারকেল পাড়তে বলেন। গাছে উঠতে গেলে আবদুল মালেক ও তার ছেলে হানিফ তাদের বাধা দেয়।
কিছুক্ষণ পর হানিফ ওই গাছে উঠলে তার চাচা হাফিজ উল্লাহ তাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হানিফ গাছ থেকে নেমে এসে দা দিয়ে তার চাচাকে কুপিয়ে আহত করে। তাকে থামাতে গেলে বিলকিচ নেছা ও আব্দুল মতলব আহত হন।
তাদের হাসপাতালে নিয়ে গেলে হাফিজ উল্লাহকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, নারকেল পাড়াকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজকের বাজার/একেএ