জেলার রামগতিতে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা করেছে।
এর আগে, সোমবার রাতে উপজেলার চর কলাকোপা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল ও সোহেল ওই এলাকার বাসিন্দা।
বিধবা নারীর ভাই জানান, একমাত্র মেয়েকে বিয়ে দেয়ার পর তার বোন দীর্ঘদিন ধরে কলাকোপা এলাকায় স্বামীর বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। স্থানীয় কয়েকজন যুবক তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি এ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে মারামারির ঘটনায় তিনি গুরুতর আহত হন। রবিবার রাতে কয়েকজন বখাটে মিলে তাকে ধর্ষণের পর হাত-পা ও চোখ-মুখ বেঁধে বসতঘরে ফেলে রাখে।
এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে রামগতি থানায় মামলা করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, সোমবার ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।