লক্ষ্মীপুরে রামগতির চররমিজের চৌধুরী বাজার এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন-মিরাজ হোসেন, ইউসুফ হোসেন ও ওসমান গনি। রামগতি থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা(ওসি)সোলাইমান হোসন জানান, গত ২৩ জানুয়ারি রাতে মিরাজ, ইউসুফ ও ওসমান ওই ছাত্রীকে মুখ চেপে পাশের একটি বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিকালে রামগতি থানায় ওই ছাত্রীর মা তিনজনকে আসামি করে একটি মামলা করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান