জেলার সদর উপজেলায় আজ দুপুরে সড়ক পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় নিশান আহমেদ (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ২টার দিকে সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার পেট্রোল পাম্প সংলগ্ন ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিশান উপজেলার মটবী গ্রামের আবু ছিদ্দিকের পুত্র এবং উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নিশান রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘাতক পিকআপ ভ্যানটি লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত সদর থেকে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার একঘণ্টার মধ্যে পুলিশ ঘাতক গাড়িটির চালক হারুন অর রশিদসহ পিকআপ ভ্যানটি(ঢাকা মেট্রো-ন- ১৩-৬১৬৫)আটক করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. রুহুল আমিন বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালকসহ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান