লক্ষ্মীপুরে ব্যক্তি মালিকানাধীন গুদামে মজুদ রাখা বিপুল পরিমাণ সরকারি চাল ও গম জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দুটি গুদাম সিলগালা করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে কমলনগরের হাজিরহাট এলাকার ব্যবসায়ী শেখ ফরিদের দুটি গুদামে অভিযান চালিয়ে সরকারি চাল ও গম পেয়ে সেগুলো সিলগালা করা হয়। এ সময় ৯৫ টন চাল ও ট্রাক ভর্তি ২০ টন গম জব্দ করা হয়।
সূত্র জানায়, সরকারি বিভিন্ন বরাদ্দের চাল খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তায় করে স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ তার গুদামে অবৈধভাবে মজুদ করে রেখেছেন- এমন সংবাদ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জেলা কর্মকর্তারা। পরে সংস্থার লক্ষ্মীপুরের পরিচালক মানিক চন্দ্র দে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে যান।
অভিযানের সময় ফরিদের গুদামের সামনে ট্রাক ভর্তি ২০ টন গম ও গুদামের ভেতরে ৯৫ টন সরকারি চাল পেয়ে তার দুটি গুদাম সিলগালা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘সরকারি চাল ও গম পেয়ে আমরা গুদাম দুটি সিলগালা করেছি। শিগগিরই তদন্ত টিম গঠন করে বিষয়টি খতিয়ে দেখবে প্রশাসন।’