লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ ৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ জেলায় মোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৪ জন। এদের মধ্যে একজন ঢাকা থেকে পালিয়ে আসেন, আরেকজন শনাক্ত হওয়ার আগেই মারা যান।
এদিকে, গত ২ দিনে ২৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ৯৭৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
করোনা আক্রান্ত ৩৪ জনের মধ্যে সদর উপজেলার ১০ জন, রামগঞ্জ ১৬, কমলনগর ৪ ও রামগতি উপজেলর ৪ জন রয়েছেন।
অপরদিকে, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের করোনা পজেটিভ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।