লক্ষ্মীপুরের রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে ৪ কেজি গাজঁসহ এক যুবককে আটক করেছে পুলিশ ।
আটককৃতের নাম রুবেল হোসেন প্রকাশ রবিউল (৩০)। আটক রুবেল আথাকরা গ্রামের মোঃ মফিজ উল্যাহর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৯ জুন) দিবাগত রাতে ইউনিয়নের আথাকরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সুত্র জানায়, উপজেলার ভোলাকোট ইউনিয়ন আথাকরা গ্রামের রুবেল কলেজব্যাগ ভর্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে তার নিজ গ্রামে নিয়ে যায়। এ সময় গোপন সংবাদ পেয়ে থানার এ.এস.আই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে আটক করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪ কেজি গাঁজাসহ আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজকের বাজার/একেএ