পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রসপেক্টাসে উল্লেখিত কোম্পানির সকল শেয়ারহোল্ডারের শেয়ারে ৩ বছর লক-ইন (বিক্রয় নিষেধাজ্ঞা) রাখার সিদ্ধান্ত নিয়েছে । যা স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথম দিন থেকে গণনা করা হবে।
বুধবার কমিশনের ৬৮৮তম সভায় এ অনুমোদন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রাইমারী মার্কেট সংস্কারের জন্য কমিশনের গঠিত কমিটির রিপোর্টের আলোকে সব শেয়ারে লক-ইন ৩ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা জনমত জরিপের জন্য শীঘ্রই প্রকাশ করা হবে।
এদিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ব প্লেসমেন্ট শেয়ার ইস্যুর ক্ষেত্রে কমিশন থেকে কোন কোম্পানির অনুমোদন নিতে হবে না। এজন্য অধ্যাদেশ ধারা ২ডি এর অধীনে খসড়া প্রজ্ঞাপনটি অনুমোদন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পূর্বের জারিকৃত ৯টি প্রজ্ঞাপন/আদেশ ইত্যাদি বাতিল করা হবে। আর একটি প্রজ্ঞাপন সংশোধিত আকারে জারি করা হবে।