লঘুচাপটি গভীর নিম্নচাপ ও ঘুর্ণিঝড়ে পরিণত হতে পারে

সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী গভীর নিম্নচাপ ও ঘুর্ণীঝড়ে পরিণত হতে পারে। লঘুচাপটি পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘণীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ,ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
এদিকে,রাঙামাটি,সীতাকুন্ড,কুমিল্লা,চাঁদপুর,নোয়াখালী,ফেনী,মৌলভীবাজার,রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বইছে। তাপপ্রবাহ এসব এলাকার কোথাও কোথাও প্রশমিত হতে পারে।
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ফেনীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া দেশের অন্যস্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী তিনদিনে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৫ টা ১৩ মিনিটে।