লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে খুলনায় অবিরাম হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।
অবিরাম বৃষ্টিতে মহানগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা।
স্থানীয় আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়ে জানিয়েছে, এই বৃষ্টি আরও দুই একদিন থাকবে। তাছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন স্থানে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে খুলনা বিভাগের উপকূলবর্তী স্থানগুলোতে একটানা মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও কোথাও কোথাও অতিভারী বর্ষণ শুরু হয়েছে। যা এখনও চলমান আছে। ফলে দাবদাহ কমেছে।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে যা আগামী দুয়েকদিন অব্যাহত থাকবে। ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত খুলনায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।