লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের (এলবিআইএল) সহযোগিতায় বিনিয়োগ ব্যাংকিং সেবা প্রদানের জন্য রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড (আরআইএল) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
এই সমঝোতা স্মারকের অধীনে, এলবিআইএল এবং আরআইএল যৌথভাবে তাদের ক্লায়েন্টদের বিভিন্ন পরামর্শ, ইস্যু ব্যবস্থাপনা, কর্পোরেট উপদেষ্টা, লেনদেন উপদেষ্টা এবং তহবিল ব্যবস্থা পরিষেবা প্রদান করবে। এলবিআইএল-এর সিইও জনাব ইফতেখার আলম এবং আরআইএল-এর সিইও জনাব এ কে এম জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তিটি ২রা অগাস্ট,২০২২ আরআইএলের প্রধান কার্যালয়ে সম্পাদন হয়. এ চুক্তি দুপক্ষের মধ্যে একটি সুদৃঢ় সম্পর্ক তৈরি করবে।
লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশন্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, এলবিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক জনাব খন্দকার সাফাত রেজা এবং এলবিআইএল-এর প্রাইমারি মার্কেট সার্ভিসেসের প্রধান জনাব মোঃ খালেদ হাসান, জনাব মোঃ শওকত আলী খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, রূপালী ব্যাংক লিমিটেড ও পরিচালক রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রধান অর্থ কর্মকর্তা মোস্তফা সাজ্জাদুল হক এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ জুনায়েদ মিয়া প্রমুখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।