বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে টেস্ট খেলুড়ে ১১ দলের কাছেই হারের লজ্জা পেয়েছে ইংল্যান্ড।
গতরাতে চলমান বিশ্বকাপের ১৩তম ম্যাচে নয়া দিল্লিতে যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের কাছে ৬৯ রানে হেরেছে ইংল্যান্ড। এতে বিশ্বকাপ অঙ্গনে টেস্ট খেলুড়ে সব দলের কাছে হার পূর্ণ হয় ইংলিশদের। এমন লজ্জার নজির বিশে^র অন্য কোন দলের নেই।
আফগানিস্তাানের কাছে হারের আগে বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দশ দলের কাছে হেরেছিলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানদের কাছে হেরে ষোলকলা পূর্ণ হলো ইংল্যান্ডের।
ওয়ানডে বিশ^কাপের ইতিহাসে টেস্ট খেলুড়ে দলগুলোর কাছে ইংল্যান্ডের প্রথম হার :
১৯৭৫ সালে - অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হার
১৯৭৯ সালে - ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯২ রানে হার
১৯৮৩ সালে - নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে এবং ভারতের কাছে ৬ উইকেটে হার
১৯৮৭ সালে - পাকিস্তানের কাছে ১৮ রানে হার
১৯৯২ সালে - জিম্বাবুয়ের কাছে ৯ রানে হার
১৯৯৬ সালে - দক্ষিণ আফ্রিকার কাছে ৭৮ রানে এবং শ্রীলংকার কাছে ৫ উইকেটে হার
২০১১ সালে- আয়ারল্যান্ডের কাছে ৩ উইকেটে এবং বাংলাদেশের কাছে ২ উইকেটে হার
২০২৩ সালে- আফগানিস্তানের কাছে ৬৯ রানে হার (বাসস)