ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের ৬ জন নিখোঁজ রয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ রয়েছেন সাহিদা,মিম(৮),মাহি(৬), জামসিদা(২২) ও দেলোয়ার(২৭) এবং তাদের ৬ মাসের ছেলে জোনায়েদ।
নৌপুলিশ ও স্থানীয়সূত্র জানায়,বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে যাত্রিবাহী একটি ছোট নৌকার সাথে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ছয় মাসের শিশু সহ ৬ জন নিখোঁজ রয়েছে।কামরাঙ্গীর চর থেকে শরিয়তপুর য্ওায়ার উদ্দেশে ডিঙি নৌকাটি সদরঘাট টার্মিনালে আসছিল।
সদরঘাট নৌ-পুলিশ ওসি আ. রাজ্জাক জানান,নৌকা থেকে লঞ্চে উঠতে গিয়ে পিছন থেকে সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ছোট নৌকাটি পানিতে ডুবে যায়।এতে নৌকায় থাকা একই পরিবারের ৭ জন নিখোঁজ হয়।তাদের মধ্যে শাহজালালকে উদ্ধার করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যরা নিখোঁজ রয়েছে।উদ্ধারকৃত শাহজালালের দুই পা লঞ্চের পাখার আঘাতে আলাদা হয়ে গিয়েছে।
তিনি জানান,নৌপুলিশ শাহজালালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেয় হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে পঙ্গু হাসপাতালে পাঠায়। নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।