ঈদে অতিরিক্ত যাত্রী বোঝা ও ফিটনেসবিহীন নৌযান চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। যেসব পরিবহন সংস্থা অতিরিক্ত যাত্রী বোঝা ও ফিটনেসবিহীন নৌযান চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ও হুশিয়ারি দেন মন্ত্রী।
আজ ১৫ জুন বৃহস্পতিবার নৌ মন্ত্রণালয়ের অধিদপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই না করতে লঞ্চ মালিকদের বলা হয়েছে। এছাড়া ঈদে অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থা কাজ করবে।
মন্ত্রী বলেন, আমাদের ঘোষণা মতো ২০১৬ সালে লঞ্চডুবির ঘটনা ঘটেনি। এবারও আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না।
তিনি জানান, দুর্ঘটনা রোধে বিআইডাব্লিটিএসহ অন্যান্য সংস্থা ব্যবস্থা নিয়েছে।
এদিকে ঈদে নিরাপদ ভ্রমণের জন্য যাত্রীদেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। লঞ্চের অতিরিক্ত যাত্রী হিসেবে ভ্রমণ না করতে ও লঞ্চের ছাদে না ওঠার আহ্বানও জানান তিনি।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ জুন ২০১৭