রিয়েলমি ২০ নভেম্বর একসঙ্গে জোড়া ফোন লঞ্চ করতে চলেছে- রিয়েলমি এক্স২ প্রো এবং রিয়েলমি ৫এস। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসরে চলবে এই ফোন।নীল, পার্পেল, ও লাল রঙে পাওয়া যাবে
রিয়েলমি ৫এস। রিয়েলমি ৫প্রো ফোনের মত রয়েছে ডায়মন্ড কাট ডিজাইন।
রিয়েলমি ৫এস পাওয়া যাবে ৬.৫১ ইঞ্চির এইসডি ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সঙ্গে ৫,০০০ এমএইস ব্যাটারি রয়েছে এই ফোনে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো লেন্স রয়েছে ফোনের ক্যামোরায়।
আজকের বাজার/লুৎফর রহমান