লঞ্চ দুর্ঘটনায় বরিশালে নিহত ১

বরিশালের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

রবিবার ভোর রাতে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় মেঘনা নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম শাকিব (৩২)।

‘এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের’ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ ‘এ্যাডভেঞ্চার-৯’ ঘন কুয়াশার কারণে চলতে না পেরে কালিগঞ্জের একটি চরে নোঙ্গর করেছিল। এসময় ঢাকা থেকে বরিশালগামী ‘সুন্দরবন-৬’ লঞ্চটি কুয়াশায় দিকভ্রান্ত হয়ে আগে থেকে নোঙ্গর করে থাকা ‘এ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ‘এ্যাডভেঞ্চার-৯’ এর যাত্রী শাকিব নিহত এবং আরো তিনজন আহত হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

সূত্র – ইউএনবি