সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে লড়ছে সফরকারী নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৫২ ওভারে ৪ উইকেটে ১৬৮ রান করেছে কিউইরা। ৬ উইকেট হাতে নিয়ে ১৪২ রানে পিছিয়ে সফরকারীরা।
৩৬ রানের জুটির পর ১৩তম ওভারে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। ২১ রান করে তাইজুলের শিকার হন লাথাম।
১৬তম ওভারে নিউজিল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত হানেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ। ডেভন কনওয়েকে ১২ রানে বিদায় দেন মিরাজ। ৪৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।
তৃতীয় উইকেটে জুটি বেঁধে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। জুটিতে ৫৪ রান যোগ হবার বিচ্ছিন্ন হন তারা। নিকোলসকে ১৯ রানে থামিয়ে দেন পেসার শরিফুল ইসলাম।
এরপর চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে ৬৬ রান যোগ করেন উইলিয়ামসন। মিচেলকে ৪১ রানে পিরিয়ে দিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন তাইজুল।
টেস্টে ৩৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৬ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শেষ করেন উইলিয়ামসন। স্পিনার নাইম হাসানের বলে ব্যক্তিগত ৬৪ রানে তাইজুলের হাতে জীবন পান উইলিয়ামসন। ১ রানে অপরাজিত আছেন টম ব্লান্ডেল।
বাংলাদেশের তাইজুল ২টি, শরিফুল ও মিরাজ ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় বাংলাদেশ। (বাসস)