লন্ডনে আবারও মুখোমুখি হচ্ছে বার্সা-চেলসি

সর্বশেষ ২০১১-২০১২ মৌসুমে চ্যাম্পিয়ন লিগে মুখোমুিখ হয়েছিল চেলসি ও বার্সেলোনা। তবে সময়টি বার্সেলোনার অনুকূলে ছিল না। বার্সাকে সেমিতে হারিয়ে ছিল সেই পুরনো শত্রু চেলসি। প্রায় ৬ বছর পর চেলসিকে সামনে পেল বার্সা। তাই এবার পুরনো হিসাব চুকানোর পালা।

লা লিগায় দারুণ ফর্মে থাকলেও, বার্সার খেলা এবার মন ভরাতে পারছেনা সমর্থকদের। ম্যাচ জিতলেও অনেক সংগ্রাম করতে হয়েছে। পাশাপাশি লিগে ২৪ ম্যাচে ২০ গোল করলেও, মেসিকে সেই অপ্রতিরোধ রূপে পাওয়া যাচ্ছে না।

এদিকে আজকের ম্যাচে মেসিকে থামানোর পরিকল্পনা আটঁতে শুরু করেছেন চেলসির কোচ কন্তে। কন্তু বলেন, ‘আশা করছি, এ ম্যাচেও তার বিপক্ষে আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারবো’।

এদিকে চেলসির ম্যাচ নিয়ে খুব বেশি না ভাবার কথাই বলেছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দ্রো। ভালভার্দে বলেন, ‘আমি চেলসি কে নিয়ে খুব বেশি ভাবছি না। আমার লক্ষ্য ম্যাচটা জেতা’।
সব মিলিয়ে আজ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচ ঘিরে ভিন্ন এক উত্তাপ।

আজকের বাজার: আরজেড/ ২০ ফেব্রুয়ারি ২০১৮