ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস উত্তর লন্ডনে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর ব্রিটিশ রাণীর পক্ষ থেকে বিশেষ বাণী প্রদান করেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে প্রিন্স চার্লস বলেন, "আপনাদের প্রতি রাণীর সমবেদনা ও প্রার্থনা রয়েছে।" যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
সোমবার ফিন্সবারি পার্কের একটি মসজিদে মুসল্লীরা রমজানের তারাবিহর নামাজ শেষে বের হওয়ার সময় গাড়ি হামলা করে এক সন্ত্রাসী। এ হামলায় ম্যাকরম আলী নামের একজন বাংলাদেশি মুসলমান নিহত হন।
মুসলিম ওয়েলফেয়ার হাউসে প্রিন্স অফ ওয়েলস চার্লস তার বক্তব্যে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "রাণী আমাকে বিশেষভাবে বলতে বলেছেন যে, তিনি ঘটনা নিয়ে গভীর চিন্তায় ছিলেন, বিশেষ করে আক্রান্ত মুসলিম রোজাদারদের নিয়ে।"
তিনি বলেন, "রাণী বিশেষভাবে আমাকে আপনাকে জানানোর জন্য বলেছিলেন যে, কি ঘটেছে তা নিয়ে তিনি কতটা হতাশ ছিলেন, বিশেষ করে এর শিকাররা ছিলেন রমজানের নামাজ পড়ায় রত এবং আপনাদের সবাইকে নিয়ে মাহেন্দ্রের চিন্তা ও প্রার্থনা।"
আজকের বাজার:এএন/এলকে/ ২২ জুন ২০১৭