লন্ডন-ওয়াশিংটন মুক্তবাণিজ্যে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নিযে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রস্তাব পাস হলে সম্ভবত লন্ডনের সঙ্গে ওয়াশিংটনের মুক্তবাণিজ্য চুক্তি করা অসম্ভব হয়ে পড়বে।

বৃহস্পতিবার লন্ডন সফররত ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ পত্রিকা দ্যা সানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য পরিচালনার বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করে গত শুক্রবার, মন্ত্রিসভায় ব্রেক্সিট পরিকল্পনা উপস্থাপন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়।

আর এই মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে হলে ইইউ’র কিছু নিয়ম-নীতিকে মেনে নিতে হবে ব্রিটেনকে। থেরেসা মে’র এই পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে গত সপ্তাহে ব্রেক্সিট মন্ত্রী্য দেভিদ ডেভিস ও পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন।

দ্য সানকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেক্সিট ইস্যুতে থেরেসা মে’র সোজাসাপ্টা সমালোচনা করেছেন ট্রাম্প। ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আগে কথা বলেছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘কীভাবে এটা করতে হবে সে বিষয়ে আমি থেরেসা মে’র সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি আমার কথা শোনেননি।’

মে’র ব্রেক্সিট প্রস্তাবের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘তারা যদি তেমন চুক্তি করে, তাহলে আমরা যুক্তরাজ্যের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করব, তাই এটা সম্ভবত চুক্তিটি বিলুপ্ত করবে।’

আজকের বাজার/এমএইচ