চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। লন্ডনের মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীা করাবেন রাষ্ট্রপতি। দশ দিনের সফর শেষ করে আগামী ৪ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
এবারের সফরে স্ত্রী রাশিদা খানম এবং পরিবারের কয়েকজন সদস্যও তার সঙ্গে থাকছেন। এছাড়া বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তাও তার সফরসঙ্গী হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন।
আজকেরবাজার: আরআর/ ২৪ এপ্রিল ২০১৭