আজকের বাজার
লন্ডন ব্রিজ হামলার পর এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো।
ইষ্ট লন্ডনের বার্কিং এলাকার একটি ফ্ল্যাট থেকে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। ফ্ল্যাটটি মূলত ৩ জন হামলাকারীর মধ্যে একজনের বলে জানা যায়, যে ইতিমধ্যেই পুলিশের গুলিতে নিহত হয়েছে । উল্লেখ্য ইষ্ট লন্ডনের বার্কিং এলাকায় বিপুল সংখ্যক পাকিস্তানি ও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিদের বসবাস।
ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে এক ক্ষুদ্ব প্রতিক্রিয়ায় জানান, ”সহ্যের সীমা ছাড়িয়ে গেছে” এটা বলার কয়েক ঘন্টার মধ্যে এই অভিযানের খবর সংবাদমাধ্যমে আসে। ব্রিটেনের জাতীয় নির্বাচনের মাত্র ৫দিন আগে এই হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে পুরো লন্ডনে। যার প্রভাব পড়েছে বাংলাদেশীসহ বসবাসরত সকলের মধ্যে।
আজকের বাজার : সালি / ৪ জুন ২০১৭