লন্ডনের পাতাল রেলে হামলার সংশ্লিষ্টতায় আঠারো বছর বয়সী এক পুরুষকে আটক করেছে ব্রিটেনের পুলিশ। ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে তাকে ইংলিশ চ্যানেলের ডোভার বন্দর এলাকায় আটক করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দক্ষিণ-পশ্চিম লন্ডনের পার্সোনস গ্রিন স্টেশনের কাছে ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে একটি ট্রেনের দরজার এক পাশে একটি বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ৩০ ব্যক্তি অগ্নিদগ্ধ এবং আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে পুলিশ সন্দেহভাজনদের খোঁজে অনুসন্ধান চালায়।
আটক ব্যক্তির বিস্তারিত তথ্য পুলিশ জানায় নি, তবে আরও অনুসন্ধান চালাতে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অন্যান্য সম্ভাব্য ষড়যন্ত্রকারীদের খোঁজ করছে পুলিশ।
এ হামলার পর ব্রিটিশ সরকার সে দেশের সন্ত্রাসী হুমকির মাত্রা সর্বোচ্চ পঞ্চম মাত্রায় উন্নত করে নিয়েছে। কঠোর নিরাপত্তা বজায় রাখার জন্য অস্ত্রধারী পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে।
সূত্র : এনএইচকে ওয়ার্ল্ড
আজকের বাজার : এমএম / ১৭ সেপ্টেম্বর ২০১৭