পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেড কোম্পানি ৩০ জুন , ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ প্রেরণ করেছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। লভাংশ ওয়ারেন্টের মাধ্যমে বিনিয়োগকোরীদের কাছে লভ্যাংশ দিয়েছে।