পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেডের ৩৪ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোবাবর রাজধানীর তেজহাঁওয়ে অবস্থিত শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ মিলনায়তনে এজিএম অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শমরিতা হাসপাতালের চেয়ারম্যান মকবুল হোসেন। সভায় শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশের সাথে ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেন।
এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেয়াজ আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডঃ এ বি এম হারুন, পরিচালনা পর্ষদের সদস্যগণ, সংস্থা সচিব এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।