লভ্যাংশ ঘোষণার ৬ কোম্পানি: দর বেড়েছে ২টির, কমেছে ৪টির শেয়ার দর

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৬ কোম্পানি গতকাল সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: জিপিএইচ ইষ্পাত, এইচআর টেক্সটাইল, ডোরিন পাওয়ার, এসিআই ফরমুলেশন, এসিআই লিমিটেড এবং সায়হাম কটন মিলস লিমিটেড। লভ্যাংশ ঘোষণার কারণে ২৪ অক্টোবর ৬ কোম্পানির শেয়ার লেনদেনে কোনো সার্কিট ব্রেকার ছিলো না। তবে লিমিট না থাকলেও কোনো কোম্পানির শেয়ার দর ১০ শতাংশের বেশি বাড়েনি বা কমেনি।

বাজার বিশ্লেষণে দেখা য়ায়, লভ্যাংশ ঘোষিত ৬ কোম্পানির মধ্যে ২টির দর বেড়েছে, ৪টির দর কমেছে। দর বাড়ার কোম্পানিগুলো হলো-এইচআর টেক্সটাইল ও সায়হাম কটন।

অন্যদিকে, দর কমার কোম্পানিগুলো হলো-ডোরিন পাওয়ার, এসিআই লিমিটেড, এসিআই ফরমুলেশন ও জিপিএইচ ইস্পাত।

দর বাড়ার কোম্পানি সায়হাম কটনের শেয়ারদর ০.৪ টাকা বা ২.১২ শতাংশ বেড়ে সর্বশেষ ১৯.৩০ টাকায় লেনদেন হয়েছে এবং এইচআর টেক্সটাইলের শেয়ারদর ১.৫ টাকা বা ৪.৭২ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৩.৩০ টাকায় লেনদেন হয়েছে।

অপরদিকে, দর কমার ডোরিন পাওয়ারের শেয়ার দর ৬.৭ টাকা বা ৫.১৯ শতাংশ কমে সর্বশেষ ১২২.৫০ টাকায় লেনদেন হয়েছে। এসিআই ফরমুলেশনের শেয়ার দর ১৭.৪ টাকা বা ৮.৭৭ শতাংশ কমে সর্বশেষ ১৮১ টাকায় লেনদেন হয়েছে। এসিআই লিমিটেডের শেয়ার দর ৩০.৯ টাকা বা ৫.০২ শতাংশ কমে সর্বশেষ ৫৮৪.১০ টাকায় লেনদেন হয়েছে। জিপিএইচ ইষ্পাতের শেয়ার দর ১ টাকা বা ২.৫৮ শতাংশ কমে সর্বশেষ ৩৭.৮০ টাকায় লেনদেন হয়েছে।

উল্লেখ্য, ডোরিন পাওয়ার ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক, এসিআই ফরমুলেশন ১৫ শতাংশ (২০ অন্তবর্তীকালীনসহ ৩৫ শতাংশ) ক্যাশ, এসিআই লিমিটেড ৪০ শতাংশ ক্যাশ (৭৫ শতাংশ অন্তবর্তীকালীনসহ ১২৫ শতাংশ) এবং ১০ শতাংশ স্টক এবং সায়হাম কটন ১২ শতাংশ ক্যাশ, জিপিএইচ ইষ্পাত ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক এবং এইচআর টেক্সটাইল ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আজকের বাজার:এলকে/এলকে ২৪ অক্টোবর ২০১৭