পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ২০১৭-১৮ হিসাববছরের (জুলাই’১৭-জুন’১৮) লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার অনুষ্ঠিত ২৮তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।
আলোচিত বছরে কোম্পানিটি ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ বছর কোন স্টক ডিভিডেন্ট দেওয়া হয়নি।
এ বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭ টাকা ২১ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৪৪ টাকা ৪২ পয়সা। আগের বছরের একই তারিখে এনএভি ছিল ২৩৭ টাকা ৮৮ পয়সা।