লভ্যাংশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ জুলাই। আর বার্ষিক সাধারণ সভা (এজিএম) রয়েছে আগামী ২২ আগস্ট।

এসময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কনসোলিডেটেড হয়েছে ৫৩ পয়সা।যা আগের বছর একই সময়ে ছিল ১টাকা ৮৪ পয়সা। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৬ পয়সা। যা আগে একই সময়ে ছিল ১২ টাকা ৮৩ পয়সা।

উল্লেখ্য, কর্পোরেট ডিক্লারেশনের জন্য আজ প্রতিষ্ঠানটির শেয়ারে কোন প্রাইজ লিমিট থাকবে না।

 

আজকের বাজার/মিথিলা