লভ্যাংশ ঘোষণা করেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড লভ্যাংশ ঘোষণা করেছে। ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফান্ডটি।

ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

জানা যায়, ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফান্ডটির ট্রাস্টি কমিটি শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।
রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর।

এসময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬৯ পয়সা। ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৫৭ পয়সা। যা আগে একই সময়ে ছিল ১০ টাকা ৭২ পয়সা।

 

 

আজকের বাজার/মিথিলা