৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায় সর্বশেষ অর্থবছরে (২০১৮-২০১৯) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) করেছে ০.৭৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.১৭ টাকা।
একক ভাবে মালেক স্পিনিংয়ের শেয়ার প্রতি আয় হয়েছে ০.৩১ টাকা। যা আগের বছরের একই সময় ছিল ০.৬২ টাকা।
৩০ জুন, ১৯ শেষে শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৫.১৩ টাকা। যা আগের বছরের একই সময় ছিল ৪৫.৩৬ টাকা।
এদিকে, ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরে মালেক স্পিনিংয়ের শেয়ার প্রতি একক সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬.০৫ টাকা। যা আগের বছরের একই সময় ছিল ২৬.৭৪ টাকা।
আগামী ২১ ডিসেম্বর সকাল ১০ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।