পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে।৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ারহোল্ডারদের জন্য ৭৫ শতাংশ ঘোষিত লভ্যাংশের পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি।
রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মে। আর বার্ষিক সাধারণ সভা (এজিএম) রয়েছে আগামী ২২ মে।
এসময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৩৩ পয়সা। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮২ টাকা ৬৮ পয়সা।
আজকের বাজার/মিথিলা