পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৭২ পয়সা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ৩২ পয়সা।
এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ জুন, সকাল ১০টায়, টিসিবি অডিটরিয়াম, কারওয়ান বাজার ঢাকাতে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ এপ্রিল।
গত বছরেও কোম্পানিটি শেয়ারোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৯ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া সরকারের কাছে দশমিক ১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৫২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৫৩ শতাংশ শেয়ার রয়েছে।
রাসেল/