শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ । ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
গতকাল সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি হয়েছে ৭ টাকা ১৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, ভেন্যু ও রেকর্ড ডেট পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে।
আজকের বাজার:এসএস/৯জানুয়ারি ২০১৮