আজ ১২ আগষ্ট, ২০২১ ইং তারিখে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ৩০ শে জুন ২০২১ সালের সমাপ্ত বৎসরের ফান্ডের একাউন্ট এবং নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) অনুমোদন করা হয়।
সভায় ট্রাষ্টি বোর্ড ৩০ শে জুন ২০২১ ইং তারিখ র্পযন্ত সকল ইউনিট হোল্ডারসদের জন্য ইউনিট প্রতি ১৩.৫% ক্যাশ ডিভিডেন্ট বা নগদ লভ্যাংশ অনুমোদন করেন। সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর ৩০ শে জুন ২০২১ সালের সমাপ্ত বৎসরের নিরীক্ষতি হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির নীট সম্পদের মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৭৭৭,১৬৩,৬৮৪.০০ টাকা এবং বাজারমুল্যে ৮০০,২৫৮,২৬৭.০০ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১.৬২ টাকা এবং বাজারমূল্যে ১১.৯৭ টাকা, নীট লভ্যাংশ ১২৬,২৬২,৬৬৬.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় ১.৮৯ টাকা।