লভ্যাংশ দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ঠিকানায় পাঠিয়েছে।

ডিএসই সূত্র জানায়, শেয়ারহোল্ডারদের ঠিকানায় ইতিমধ্যে লভ্যাংশ পাঠিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর পুরোটাই নগদ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬৯ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৯৮ টাকা ৯৬ পয়সা।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ জুন ২০১৭