পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ সেপ্টেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।
কোম্পানিটি লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। আগামীকাল থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে আগামীকাল থেকে কোনো ঋন সুবিধা দেওয়া যাবে না।