পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ১৮ মাসের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানির পরিচালনা বোর্ড। তবে এ সময়ের জন্য কোনো লভ্যাংশ দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে,জুন, ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত (১৮ মাসে) হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২২ পয়সা। এর আগের ১৮ মাসে কোম্পানিটির লোকসান ছিল ১ টাকা ২৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৯ টাকা ৬০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২০ জুন। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।
আজকের বাজার:এলকে/এলকে/৭ মে,২০১৭