লভ্যাংশ পাঠিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়ার ব্যাংক (ইউসিবি) লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

ডিএসই সূত্র জানায়, ১৫ মে, ২০১৭ থেকে ১১ জুন, ২০১৭ সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

যাদের লভ্যাংশ বিইএফটিএন এবং ইএফটি’র মাধ্যমে এখনো পৌঁছায়নি তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের ঠিকানায় পাঠানো হবে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৪৩ পয়সা।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৪ জুন ২০১৭