লভ্যাংশ পাঠিয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক একাউন্টে পাঠিয়েছে।

ডিএসই সূত্র জানায়, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

যেসব শেয়ারহোল্ডারদের বিইএফটিএন সুবিধা নেই তাদের লভ্যাংশ নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৩৬ পয়সা।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ জুন ২০১৭