সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ণ কেবলস লিমিটেড। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লাখ । এর মধ্যে ১৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া সরকারের হাতে রয়েছে ৫১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৬৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ৫৭ শতাংশ শেয়ার রয়েছে।
কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়। বর্তমানে অবস্থান করছে ‘বি’ ক্যাটাগরিতে।
আজকের বাজার/এ.এ