লভ্যাংশ পাঠিয়েছে উনাইটেড কমার্শিয়াল ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন, ইএফটি এবং ওয়ারেন্টের মাধ্যমে গত ৩ মে থেকে ৩০ মে পর্যন্ত বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আর যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিএন সুবিধা নেই তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গত ৩০ মে পাঠানো হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

রাসেল/