পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেড ও দেশ বন্ধু পলিমার সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশবন্ধু পলিমারের লভ্যাংশের বোনাস শেয়ার গতকাল সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ফ্রাকশোনাল বোনাস শেয়ার বিক্রয় প্রিমিয়াম খুব শিগগিরই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হবে। আর যাদের ব্যাংক হিসাবে শেয়ার ক্রেডিট হবে না, তাদের কোম্পানির শেয়ার অফিস থেকে লভ্যাংশ সংগ্রহ করতে হবে।
অন্যদিকে এনভয় টেক্সটাইলের লভ্যাংশের বোনাস শেয়ার গত ২৮ ডিসেম্বর বিও হিসাবে জমা হয়েছে। আর নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে।
যাদের ব্যাংকে বিএফটিএন সুবিধা নেই, তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
আজকের বাজার:এসএস/১৬জানুয়ারি ২০১৮