লভ্যাংশ পাঠিয়েছে নিটল ইন্স্যুরেন্স

৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে ওই লভ্যাংশ পাঠানো হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৪ টাকা ১৮ পয়সায়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৪ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি। আগের বছর একই সময়ে তা ছিল ৬২ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ২৪ টাকা ৮২ পয়সায়।

রাসেল/