লভ্যাংশ পাঠিয়েছে পদ্মা অয়েল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে। আর যেসব শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ব্যাংক হিসাবে জমা হয়নি, তাদের লভ্যাংশ কোম্পানির শেয়ার অফিস থেকে সংগ্রহ করতে হবে। কন্টাক্ট নম্বর: ০৩১-৬১৪২৩৫-৭।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।