লভ্যাংশ পাঠিয়েছে বিবিএসের ২ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএসের দুই কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক ও বিও হিসাবে পাঠিয়েছে।

কোম্পানি দুইটি হচ্ছে- বিবিএস ক্যাবলস ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিবিএস ও বিবিএস ক্যাবলসের নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। আর বোনাস লভ্যাংশ সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠানো হয়েছে। যেসব বিনিয়োগকারীদের ব্যাংকে বিইএফটিন সুবিধা নেই তাদের নগদ লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে বিবিএস ক্যাবলস ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আর বিবিএস ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ।