লভ্যাংশ বন্টন করেছে এনসিসিব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসিব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে জমা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর, ২০১৮ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে পাঠিয়েছে গেল ২৭ মার্চ। এছাড়া সমাপ্ত হিসাব বছরের ক্যাশ লভ্যাংশ যাদের ব্যাংক একাইন্টে জমা করা সম্ভব হয়নি তাদেরকে রাজধানীর পুরানো পল্টন এলাকায় নুরজাহান শরীফ প্লাজার এলআর গ্লোবাল বিডি’র ইনভেস্টরস রিলেশন অফিস থেকে ডিভিডেন্ট চেক দেয়া হবে।

উল্লেখ, ফান্ডটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

 

আজকের বাজার/মিথিলা